kalerkantho

বুধবার । ৪ কার্তিক ১৪২৮। ২০ অক্টোবর ২০২১। ১২ রবিউল আউয়াল ১৪৪৩

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ দ্বিতীয় দিনের মতো বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

২৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মা উত্তাল থাকায় গতকাল বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো শিমুলিয়া-বাংলাবাজার নৌপথ বন্ধ ছিল। ফলে নৌপথের উভয় প্রান্তে কয়েক হাজার যান আটকা পড়ে। গতকাল শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, ছোট-বড় মিলিয়ে হাজারের বেশি যানবাহন আটকা পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার মানুষ। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি তাদের ভোগান্তি আরো বাড়িয়ে দিয়েছে। ১ ও ২ নম্বর ঘাটে দেখা দিয়েছে ভাঙন। বিআইডাব্লিউটিএর কর্মীরা বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছেন। বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীতে ২ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আবহাওয়া অনূকূলে আসার আগে ফেরি চালু করা সম্ভব নয়। বহরে থাকা ১৭টি ফেরির মধ্যে শিমুলিয়া ঘাটে দুটি ও বাংলাবাজার ঘাটে ১৫টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। শিমুলিয়ার ২ নম্বর ফেরিঘাটের পন্টুনটি ভেঙে দুই ভাগ হয়ে গেছে। ঢেউয়ের তীব্রতা না কমলে এটি মেরামত করা সম্ভব নয়।সাতদিনের সেরা