kalerkantho

বুধবার । ৪ কার্তিক ১৪২৮। ২০ অক্টোবর ২০২১। ১২ রবিউল আউয়াল ১৪৪৩

শাবিপ্রবিতে পরীক্ষা শুরু ১ জুলাই

শাবিপ্রবি প্রতিনিধি   

২৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশাবিপ্রবিতে পরীক্ষা শুরু ১ জুলাই

দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের পরীক্ষা আগামী ১৫ জুন থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আগামী ১ জুলাই থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তবে কোনো বিভাগ চাইলে নির্দিষ্ট তারিখের পরেও পরীক্ষা শুরু করতে পারবে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ১৬৫তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ২০ মে অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া অনলাইনে অনুষ্ঠিত পরীক্ষার পদ্ধতি নির্ধারণ করতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামকে আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। অনলাইনে পরীক্ষা সম্পর্কে অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, সাধারণত সেমিস্টার ফাইনাল পরীক্ষায় ৬০ বা ৭০ নম্বরের লিখিত পরীক্ষা হয়ে থাকে। অনলাইনে পরীক্ষা নেওয়ায় এবার সেই পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।সাতদিনের সেরা