kalerkantho

শুক্রবার । ৯ আশ্বিন ১৪২৮। ২৪ সেপ্টেম্বর ২০২১। ১৬ সফর ১৪৪৩

ভাষাসৈনিক এম শামসুল হকের মৃত্যুবার্ষিকী আজ

ধফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৭ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহ জেলার ফুলপুর-তারাকান্দা আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিক এম শামসুল হকের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৫ সালের এই দিনে তিনি মারা যান। মহান ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট ও মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। ভাষা আন্দোলনে অংশ নিয়ে কারাবরণ ও ময়মনসিংহ শহরে প্রথম শহীদ মিনার স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ভাষাসৈনিক হিসেবে তাঁকে মরণোত্তর একুশে পদক দেওয়া হয়। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ছিলেন। তাঁর ছেলে শরীফ আহমেদ বর্তমানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।সাতদিনের সেরা