kalerkantho

শনিবার । ৩১ আশ্বিন ১৪২৮। ১৬ অক্টোবর ২০২১। ৮ রবিউল আউয়াল ১৪৪৩

জোয়ারে ভেসে আসা দুটি মৃত হরিণ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি   

২৭ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের পানিতে সুন্দরবনের বিভিন্ন এলাকা ডুবে গেছে। এ সময় বন থেকে ভেসে আসা মৃত দুটি চিত্রল হরিণ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সুন্দরবনের দুবলারচর ও বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বলেশ্বর নদ থেকে মৃত হরিণ দুটি উদ্ধার করে বন বিভাগ ও স্থানীয় লোকজন। পানিতে সুন্দরবনের বন্য প্রাণীর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানাতে পারেনি বন বিভাগ। তবে তারা পানিতে সুন্দরবনের মিষ্টি পানির পুকুর, অফিসসহ বেশ কিছু অবকাঠামোর ক্ষতির তথ্য জানিয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, গতকাল দুপুরে জোয়ারের সময় সুন্দরবনের মধ্য দিয়ে পাঁচ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হয়েছে। এ সময় সুন্দরবন থেকে ভেসে আসা দুটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। পরে হরিণ দুটিকে মাটি চাপা দেওয়া হয়েছে। তিনি আরো জানান, ইয়াসের প্রভাবে ঝড় ও জলোচ্ছ্বাসে সুন্দরবনের ১১টি জেটি, ছয়টি মিষ্টি পানির পুকুর, বন বিভাগের দুটি অফিস, একটি স্টাফ ব্যারাক, ১২টি রাস্তা ও একটি ফুট ট্রেইল ক্ষতিগ্রস্ত হয়েছে।সাতদিনের সেরা