kalerkantho

শুক্রবার । ৬ কার্তিক ১৪২৮। ২২ অক্টোবর ২০২১। ১৪ রবিউল আউয়াল ১৪৪৩

অমর বাণী

২৭ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্লান্তি প্রায়ই কাজের কারণে নয়, বরং উদ্বেগ, হতাশা ও বিরক্তির কারণে তৈরি হয়।

ডেল কার্নেগি

 

সব সফল ব্যক্তিই জানে হতাশার নিচে সাফল্য চাপা পড়ে থাকে।

টনি রবিন্স

 

প্রত্যাশা সব হতাশার মা।

আন্তোনিও বান্দেরাস

 

হতাশা মাঝেমধ্যে বেশ বেদনাদায়ক হলেও তা সাফল্যের খুব ইতিবাচক ও অপরিহার্য অংশ।

বো বেনেটসাতদিনের সেরা