kalerkantho

শনিবার । ৩১ আশ্বিন ১৪২৮। ১৬ অক্টোবর ২০২১। ৮ রবিউল আউয়াল ১৪৪৩

আরো ১৭ প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক   

২৭ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো ১৭ প্রাণহানি

২৪ ঘণ্টার হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার ৪০ জন মারা গেছে। তবে গতকাল বুধবার তা নেমে এসেছে ১৭ জনে। টানা প্রায় আড়াই মাস পর দৈনিক মৃত্যুতে এই নিম্নগতি। অন্যদিকে গতকাল দৈনিক শনাক্তও আগের দিনের চেয়ে কমে এক হাজার ৪৯৭ জনে এসেছে। শনাক্তের হার আগের দিনের ১০ শতাংশ থেকে কিছুটা কমে ৯.১১ শতাংশ হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে সবমিলিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত সাত লাখ ৯৩ হাজার ৬৯৩ জন। মারা গেছে ১২ হাজার ৪৫৮ জন, সুস্থ হয়েছে সাত লাখ ৩৩ হাজার ৮৬৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৫৬ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং সাতজন নারী।সাতদিনের সেরা