kalerkantho

বৃহস্পতিবার । ১৪ শ্রাবণ ১৪২৮। ২৯ জুলাই ২০২১। ১৮ জিলহজ ১৪৪২

চট্টগ্রামের জেমিসন হাসপাতালে সাত মাস ধরে বেতন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৫ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাত মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না চট্টগ্রামের জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা। বকেয়া বেতন-ভাতার দাবিতে গতকাল সোমবার দুপুরে হাসপাতাল এলাকায় মানববন্ধন করেছেন তাঁরা। কর্তৃপক্ষ বলছে, সাত মাস নয়, চার মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। পর্যায়ক্রমে তা দেওয়া হবে। নগরীর আন্দরকিল্লা এলাকার ওই হাসপাতালে দুই শতাধিক চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তাঁদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়েও বকেয়া বেতন-ভাতা পরিশোধ করছে না। এ কারণে তাঁরা মানববন্ধন করেছেন। সংকট সমাধানে শিক্ষা উপমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।সাতদিনের সেরা