kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

নাট্যসংগঠক সাইফুল ইসলাম মাহমুদের প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক   

২৪ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাট্যসংগঠক সাইফুল ইসলাম মাহমুদের প্রয়াণ

ঢাকার গ্রুপ থিয়েটার আন্দোলনের সংগঠক ও অভিনয়শিল্পী সাইফুল ইসলাম মাহমুদ (৬৬) মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গতকাল রবিবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সাইফুল ইসলাম মাহমুদ ছিলেন বাংলাদেশ পথনাটক পরিষদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি। তিনি গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং মহাকাল নাট্যসম্প্রদায় গড়ার অন্যতম কারিগর। তিনি অভিনেতা রাইসুল ইসলাম আসাদের ছোট ভাই। মঞ্চের পাশাপাশি টেলিভিশন নাটকেও তিনি অভিনয় করেছেন।

জানাজা শেষে সাইফুল ইসলাম মাহমুদকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়। তাঁর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, ঢাকা থিয়েটারের প্রধান নাট্যজন নাসির উদ্দীন ইউসুফসহ অন্যরা শোক প্রকাশ করেছেন।