kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

কঙ্গোয় বাংলাদেশি শান্তিরক্ষীদের সাফল্য

নিজস্ব প্রতিবেদক   

২০ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর র‌্যাপিড ডেপ্লয়মেন্ট ব্যাটালিয়ন (ব্যানআরডিবি-৪) গত ১৬ মে একটি সফল অভিযান পরিচালনা করে। এর মাধ্যমে লেঙ্গা গ্রামের অধিবাসীরা কোডেকো মিলিশিয়াদের আক্রমণ থেকে রক্ষা পায়। আইএসপিআর গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কোডেকো মিলিশিয়া বাহিনীর লুটপাট ও অগ্নিসংযোগের তথ্য পেয়ে ব্যানআরডিবি-৪-এর শান্তিরক্ষী টহলদল সাঁজোয়া যানসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় মিলিশিয়া বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এর জবাবে ব্যানআরডিবি-৪-এর টহলদলও পাল্টা আক্রমণ করে। বাংলাদেশ শান্তিরক্ষীদের প্রবল প্রতিরোধের মুখে মিলিশিয়া বাহিনী গ্রাম ছাড়তে বাধ্য হয়। মিলিশিয়া বাহিনীর গুলিতে স্থানীয় এক ব্যক্তি নিহত হয়েছে। আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এ অভিযানে শান্তিরক্ষীদের কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।সাতদিনের সেরা