kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

‘মুল্লুকে চলো’

শতবর্ষ পূর্তি উদযাপন করবে সিপিবি

নিজস্ব প্রতিবেদক   

২০ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচা শ্রমিকদের গৌরবময় লড়াই ‘মুল্লুকে চলো’ আন্দোলনের ১০০ বছর পূর্তি আজ। এ উপলক্ষে কর্মসূচি নিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। পার্টির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সময় চা শ্রমিক অধ্যুষিত মৌলভীবাজারের কুলাউড়ায়, হবিগঞ্জের চুনারুঘাটে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

‘মুল্লুকে চলো’ আন্দোলনের ১০০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের চা জনগোষ্ঠীর সবাইকে অভিনন্দন জানিয়েছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। এক বিবৃতিতে তাঁরা বলেন, দেশের চা চাষ ১৬৭ বছর পার করতে যাচ্ছে। কিন্তু ১৬৭ বছরে চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা পার হয়নি।সাতদিনের সেরা