kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

ভারতফেরত ১১ জনের করোনা শনাক্ত

সাতক্ষীরা প্রতিনিধি   

২০ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে সাতক্ষীরায় আসা ১৪২ জন বাংলাদেশি নাগরিকের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা শহরের চারটি আবাসিক হোটেল থেকে বিশেষ ব্যবস্থাপনায় গতকাল বুধবার সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে নেওয়া হয়েছে। তবে করোনামুক্ত ১৩১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। জেলার সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, করোনা শনাক্তদের নমুনা রাজধানীর আইইডিসিআরে পাঠানো হবে। সেখানে তাদের ভেরিয়েন্ট পরীক্ষা করে দেখা হবে। এ ছাড়া ছাড়পত্র নিয়ে করোনামুক্তরা বাড়ি ফিরে গেছেন। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল জানান, গত ৫ ও ৬ মে দুই দফায় ভারত থেকে দেশে এসেছিলেন এসব বাংলাদেশি। এ রকম মোট ৩০০ জনকে বিভিন্ন আবাসিক হোটেলে রাখা হয়েছিল।সাতদিনের সেরা