kalerkantho

বুধবার । ১১ কার্তিক ১৪২৮। ২৭ অক্টোবর ২০২১। ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

এক কেজি স্বর্ণসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক   

১৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোর সীমান্ত থেকে এক কেজির বেশি স্বর্ণের ১০টি বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার মো. সুমন মিয়া (৩০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। বিজিবি সদর দপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) চোরাচালানবিরোধী আভিযানিক দল গতকাল সকালে একটি অভিযান চালায়। চাচড়া বাসস্ট্যান্ডে পুলিশ চেকপোস্টের পাশে যশোর থেকে বেনাপোলগামী একটি বাসের যাত্রী সুমনের দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এক কেজি ১৬৩ গ্রাম ওজনের এই স্বর্ণের আনুমানিক মূল্য ৬৭ লাখ টাকা। পরে সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতে পাচারের উদ্দেশ্যে এই বার নেওয়া হচ্ছিল। এর সঙ্গে কামরুল ইসলাম নামের আরো এক ব্যক্তি জড়িত। তিনি পলাতক। বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন গত বছর ১৩ জন আসামিসহ ৪১ কেজি ৭২২ গ্রাম স্বর্ণ এবং চলতি বছর এ পর্যন্ত পাঁচজন আসামিসহ সাত কেজি ৩০৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে।সাতদিনের সেরা