kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

২৪ ঘণ্টায় শনাক্ত বাড়লেও মৃত্যু কমেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনার নমুনা পরীক্ষা হয়েছে দ্বিগুণের বেশি। একই সঙ্গে শনাক্ত বেড়েছে দেড়গুণ। তবে মৃত্যু আগের দিনের চেয়ে কমেছে। গতকাল সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য পর্যালোচনা করে এসব জানা যায়।

গত ২৪ ঘণ্টায় সাতটি পরীক্ষাগারে ৩৯২টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৭ জন এবং জেলায় ১০ জন। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে নগরে মারা গেছেন একজন।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গতকাল পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা শনাক্ত ৫১ হাজার ৮২৭ জনের মধ্যে নগরে ৪১ হাজার ৪৬০ জন এবং জেলায় ১০ হাজার ৩৬৭ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ৫৮২ জনের মধ্যে নগরে ৪২৯ জন এবং জেলায় ১৫৩ জন। শনাক্ত অনুপাতে চট্টগ্রামে করোনায় মৃত্যুহার ১.১২ শতাংশ।সাতদিনের সেরা