kalerkantho

সোমবার । ১১ শ্রাবণ ১৪২৮। ২৬ জুলাই ২০২১। ১৫ জিলহজ ১৪৪২

‘রোহিঙ্গা সংকট মোকাবেলায় জেআরপি যথোপযুক্ত নয়’

নিজস্ব প্রতিবেদক   

১৭ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতিসংঘ কর্তৃক গৃহীত ২০২১ সালের রোহিঙ্গা সাড়াদান পরিকল্পনাকে (জেআরপি) সংকট মোকাবেলায় যথোপযুক্ত নয় বলে জানিয়েছে কক্সবাজারে কর্মরত ৫০টি স্থানীয় ও জাতীয় এনজিও এবং সুশীল সমাজ সংগঠনের নেটওয়ার্ক সিসিএনএফ। সিসিএনএফ আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে, রোহিঙ্গা সংকট ব্যবস্থাপনায় স্থানীয়দের মতামত ওই দলিলে প্রতিফলিত হয়নি। গতকাল রবিবার ‘জাতিসংঘের রোহিঙ্গা সাড়াদান পরিকল্পনা (জেআরপি) ২০২১ : শরণার্থী ব্যবস্থাপনায় যথোপযুক্ত নয়’ শীর্ষক এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সঞ্চালনা করেন সিসিএনএফের কো-চেয়ার ও কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী। বক্তব্য দেন পালস-এর নির্বাহী পরিচালক আবু মোর্শেদ চৌধুরী, ইপসার প্রধান নির্বাহী মোহাম্মদ আরিফুর, মুক্তি-কক্সবাজারের প্রধান নির্বাহী বিমল দে সরকার ও কোস্ট ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক মো. মজিবুল হক মনির। সংবাদ সম্মেলনে রেজাউল করিম জানান, জাতিসংঘের কিছু কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত ইন্টার সেক্টরাল কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি) গত চার বছরে রোহিঙ্গা কর্মসূচির জন্য প্রাপ্ত তহবিলের বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারেনি।সাতদিনের সেরা