kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

মজুরি পাননি ২৯% কারখানার শ্রমিক

নিজস্ব প্রতিবেদক   

১২ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঈদের আগে শ্রমিকদের মজুরি পরিশোধে সরকারের দেওয়া নির্দেশনা থাকলেও গতকাল মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ২৯ শতাংশ কলকারখানার শ্রমিকরা তাঁদের এপ্রিল মাসের মজুরি ও ঈদ বোনাস পাননি। গতকাল বাংলাদেশ শিল্প পুলিশ সুত্রে পাওয়া তথ্যে এমন চিত্র উঠে এসেছে। এতে বলা হয়, শিল্প পুলিশের ছয়টি অঞ্চলের তথ্য অনুসারে সারা দেশে মোট কারখানার সংখ্যা চার হাজার ৭৫৪। এর মধ্যে তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএর এক হাজার ৬৪৩টি কারখানা মধ্যে ১৮ শতাংশ কারখানার মালিক শ্রমিকদের মজুরি পরিশোধ করতে পারেননি। বিকেএমইএর ৮১৬টি কারখানার মধ্যে ৩০১টি অর্থাৎ ৩৭ শতাংশ কারখানা এবং বিটিএমএর তিন হাজার ১০টি কারখানার মধ্যে ২৫ শতাংশ বা ৭৭টি এবং বেপজার ৩৬৯টি কারখানার ২৩ শতাংশ বা ৮৫টি এবং অন্যান্য ৩৩ শতাংশ অর্থাৎ এক হাজার ৫৫৭টি কারখানার শ্রমিকরা এপ্রিল মাসের মজুরি ও ভাতা পাননি। এ ছাড়া আজ বেশ কিছু কারখানা তাদের শ্রমিকদের মজুরি পরিশোধ করবে বলে জানা গেছে। তবে শিল্প পুলিশ সূত্রে জানানো হয়, মজুরি ও ভাতা নিয়ে দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে বিজিএমইএ সহসভাপতি শহীদুল্লাহ আজিম কালের কণ্ঠকে বলেন, এপ্রিল মাসের বেতন পরিশোধ করা হয়েছে ৯৭.৫৪ শতাংশ অর্থাৎ এক হাজার ৮৬৬টি কারখানায় এবং বোনাস দেওয়া হয়েছে ৯৯ শতাংশ অর্থাৎ এক হাজার ৮৮২টি কারখানায়। ঢাকা ও চট্টগ্রাম মিলে বিজিএমইএর মোট এক হাজার ৯১৩ কারখানা রয়েছে।সাতদিনের সেরা