kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

সংক্ষিপ্ত

তৃণমূল হকারদের মধ্যে বসুন্ধরার ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক   

১২ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতৃণমূল হকারদের মধ্যে বসুন্ধরার ঈদ উপহার

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে গতকাল রাজধানীর তৃণমূল হকারদের হাতে ঈদ উপহার তুলে দেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। ছবি : কালের কণ্ঠ

প্রতিবছরের মতো এবারও রাজধানীর তৃণমূল পর্যায়ের হকারদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে এই ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কমপ্লেক্সের সামনে শুভেচ্ছা উপহার বিতরণ করেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। অনুষ্ঠানে ইমদাদুল হক মিলন বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সব সময়ই হকার বন্ধু ও ভাইদের কথা ভাবেন। তাই প্রতিবছরের মতো এবারও ঈদের শুভেচ্ছা উপহার নিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের এই ধরনের কার্যক্রম বছরজুড়ে থাকে। নানা রকম কার্যক্রমের মধ্য দিয়ে তাঁদের পাশে দাঁড়ানো হয়। আগামী দিনেও এই ধরনের কার্যক্রম চলবে। বসুন্ধরা গ্রুপ যেকোনো দুঃসময়ে অসহায়ের পাশে ছিল এবং আগামী দিনেও থাকবে।’সাতদিনের সেরা