kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

করোনার মধ্যেই নির্বাচন কি না সিদ্ধান্ত ১৯ মে

বিশেষ প্রতিনিধি   

১২ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনা মহামারির মধ্যেই নির্বাচন করা উচিত হবে কি না, সে বিষয়ে ঈদের ছুটির পর ১৯ মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। গতকাল মঙ্গলবার এক বৈঠকে যেসব নির্বাচন স্থগিত আছে, যেগুলোর মেয়াদ শেষ হচ্ছে সেসব নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে ১৯ মে কমিশন সভা আহ্বান করা হয়। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ বৈঠকে ইসি সচিব, অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আইডিয়া প্রকল্পের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে চার নির্বাচন কমিশনারের কেউ বৈঠকে উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গত রাতে কালের কণ্ঠকে বলেন, ১৯ মে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সভায় চার থেকে পাঁচটা এজেন্ডা আছে। প্রথম ধাপের ৩৭১টি ইউপি নির্বাচনসহ যেসব নির্বাচন ১১ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলোতে নির্বাচন হবে কি না, সে  বিষয়ে ওই সভায় সিদ্ধান্ত হবে।

আলোচ্যসূচিতে রাখা হয়েছে, লক্ষ্মীপুর-২ আসনের স্থগিত নির্বাচন, ষষ্ঠ ধাপের ১১টি পৌরসভাসহ প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচন; সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য আসনের নির্বাচন; ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের সাধারণ নির্বাচন, পৌরসভাসহ স্থানীয় সরকার পরিষদের অন্যান্য নির্বাচন; লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভা নির্বাচনের তদন্ত প্রতিবেদন এবং বিবিধ।

দেশে করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় গত ১১ এপ্রিলের সব নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। ১১ এপ্রিল প্রথম ধাপে ৩৭১ ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভা, লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচন এবং কয়েকটি উপজেলা ও জেলা পরিষদের বিভিন্ন পদে উপনির্বাচন হওয়ার কথা ছিল।