kalerkantho

মঙ্গলবার । ১০ কার্তিক ১৪২৮। ২৬ অক্টোবর ২০২১। ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

পাঁচ শতাধিক মানুষ পেল ঈদ উপহার

প্রিয় দেশ ডেস্ক   

১১ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপাঁচ শতাধিক মানুষ পেল ঈদ উপহার

সিরাজগঞ্জে অভাবী ৫০০ মানুষকে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী দিল কালের কণ্ঠ শুভসংঘ। সংগঠনের জেলা শাখা আর জলিল ট্রাস্টের যৌথ উদ্যোগে গতকাল সোমবার এসব সামগ্রী বিতরণ করা হয়। সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ চত্বরের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন, বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ সরকার প্রমুখ।

ভাঙ্গুড়ায় ৩৭ দুস্থকে ঈদ উপহার : এ ছাড়া পাবনার ভাঙ্গুড়ায় কর্মহীন ৩৭ দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হলো শুভসংঘের পক্ষ থেকে। গতকাল ভাঙ্গুড়া সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ চত্বরে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল এই কার্যক্রমের উদ্বোধন করেন। এতে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া সচেতন সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক রাকিবুল বাবুল ও ঢাকার চিলেকোঠা ফিল্মের সহকারী পরিচালক কল্লোল কবির।

রংপুরে প্রতিবন্ধীদের ঈদ উপহার : রংপুরে প্রতিবন্ধীদের ঈদ উপহার দিল শুভসংঘ। নগরীর বিকন মোড়ে গতকাল দুপুরে বিভাগীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের ৩০ প্রতিবন্ধীকে উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ ও মসলার প্যাকেজ দেওয়া হয়।

গাইবান্ধায় ঈদ উপহার বিতরণ : গাইবান্ধার বানিয়ারজানের জরিনা বেগম, কবির উদ্দিন, থানসিংহপুরের রেহেনা বেগম, বোয়ালীর গুচ্ছগ্রামের রেখা বেগম ও মজিরুন নেছাকে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী দিল শুভসংঘ। গতকাল জরিনা বেগমের বাড়ির সামনের মাঠে এই সামগ্রী তুলে দেওয়া হলো।

[তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]সাতদিনের সেরা