kalerkantho

বুধবার । ১৩ শ্রাবণ ১৪২৮। ২৮ জুলাই ২০২১। ১৭ জিলহজ ১৪৪২

বাঁশখালীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি   

১১ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের। আরমানের সঙ্গেই সিএনজি অটোরিকশায় করে যাচ্ছিলেন তাঁর স্ত্রী সানজিদা করিম প্রিয়া (২৩) ও তাঁর তিন বছর বয়সী মেয়ে প্রিয়া মনি। গতকাল সোমবার দুপুরে বাঁশখালী সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও দমদম দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় ওই দুজনসহ নিহত হয়েছেন বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী গ্রামের মো. হাশেমের ছেলে আব্দুর রহিম (২৫)। অন্যদিকে প্রতিনিধি জানান, ঘটনায় আহত হয়েছেন চকরিয়া নুরুল ইসলামের ছেলে আরমান (২৮), আব্দুস সোবহানের ছেলে মাহি (১৮) ও নুর মোহম্মদের ছেলে আইয়ুব (২২)। তাঁরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি খালি ট্রাক বৈলগাঁও দমদম দীঘি এলাকায় পৌঁছলে সাইড নিতে গিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ওই অবস্থায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবির জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।