kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

সোহরাওয়ার্দী উদ্যান রক্ষার আহ্বান

নিজস্ব প্রতিবেদক   

৯ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



মুক্তিযুদ্ধের স্মারক সোহরাওয়ার্দী উদ্যানকে ধ্বংসের হাত থেকে রক্ষার আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ১০টি জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশন। গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে অবিলম্বে উন্নয়নের নামে গাছ কেটে খাবার দোকান নির্মাণের মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্য বিনাশকারী অপকর্ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিদাতা সংগঠনগুলো হলো সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ, আইটিআই-বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ গ্রাম থিয়েটার।

বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি আমরা লক্ষ করছি যে উন্নয়নের নামে মুক্তিযুদ্ধের অন্যতম স্মারক, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের বহুসংখ্যক বৃক্ষ কর্তন করে এখানে হোটেলসহ বেশ কিছু ইট-পাথরের স্থাপনা নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।



সাতদিনের সেরা