kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

সংক্ষিপ্ত

কলেজে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক   

৯ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোরের চৌগাছা উপজেলার পাশাপোল আম জামতলা মডেল কলেজের শিক্ষক নিয়োগে বিস্তর অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। যার পেছনে প্রধান ভূমিকা রেখেছেন কলেজটির অধ্যক্ষ এম শহিদুল ইসলাম। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে অধ্যক্ষ সব অভিযোগ অস্বীকার করছেন। গত বছরের ১৩ ডিসেম্বর স্থানীয় সংসদ সদস্য মো. নাসির উদ্দিন কলেজটির অনিয়ম তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে চিঠি দেন। মো. নাসির ওই চিঠিতে কলেজের ১৩টি অনিয়ম তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে অনিয়ম তদন্তে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরকে (ডিআইএ) চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়। মো. নাসিরের অভিযোগে বলা হয়েছে, ২০০২ সালে প্রতিষ্ঠিত কলেজটি এমপিওভুক্ত হয় ২০১৯ সালে। তবে ২০১৫ সালের আগস্ট থেকে স্কুল-কলেজের সব ধরনের নিয়োগের দায়িত্ব পায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। কিন্তু ২০১৫ সালের পরে নিয়োগ পাওয়া অনেককেই এমপিওভুক্তির আগেই নিয়োগ দেখিয়েছেন অধ্যক্ষ শহিদুল।