kalerkantho

সোমবার । ১১ শ্রাবণ ১৪২৮। ২৬ জুলাই ২০২১। ১৫ জিলহজ ১৪৪২

আ. লীগের মতবিনিময়

গুজবের বিরুদ্ধে তৃণমূলের নেতাদের তৎপর থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   

৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআওয়ামী লীগের দপ্তর ও উপদপ্তর সম্পাদকের সঙ্গে ময়মনসিংহ বিভাগের পাঁচ সাংগঠনিক জেলার দপ্তর ও উপদপ্তর সম্পাদকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মতবিনিময় সভা হয়। ধাপে ধাপে অন্য বিভাগগুলোর দপ্তরের সঙ্গেও মতবিনিময় করবে আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর।

গতকাল মতবিনিময়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান এবং ময়মনসিংহ জেলা,  ময়মনসিংহ মহানগর, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর এ পাঁচ সাংগঠনিক জেলার  দপ্তর ও উপদপ্তর সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় বিপ্লব বড়ুয়া দলীয় প্রচার এবং আওয়ামী লীগ ও সরকারবিরোধী গুজব, মিথ্যা প্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃণমূল পর্যন্ত নেতৃবৃন্দকে তৎপর থাকার আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ও দলীয় ফোরামে আলাপ-আলোচনার ভিত্তিতে তৃণমূলের নেতৃবৃন্দকে এই নির্দেশনা দেওয়া হচ্ছে।সাতদিনের সেরা