kalerkantho

বুধবার । ১৩ শ্রাবণ ১৪২৮। ২৮ জুলাই ২০২১। ১৭ জিলহজ ১৪৪২

ভারতফেরত ১৪ জন চমেক হাসপাতালে কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভারতে চিকিৎসা নিয়ে ফেরা চার রোগীসহ ১৪ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের যশোর বক্ষব্যাধি হাসপাতাল থেকে গতকাল শুক্রবার ভোররাতে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। এর মধ্যে চার রোগীর করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হলে ফল নেগেটিভ পাওয়া যায়। তবে ১৪ জনকেই হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। জানা যায়, ভারত থেকে দেশের বিভিন্ন জেলার কিছুুসংখ্যক লোক গত ৪ মে যশোরের বেনাপোল হয়ে বাংলাদেশে এলে তাঁদের সবাইকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৬ মে তাঁদের সবাইকে নিজ নিজ জেলা হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে চট্টগ্রামের ১৪ জন বাসিন্দা রয়েছেন। চমেক হাসপাতাল সূত্র জানায়, ভর্তি হওয়া ১৪ জনের মধ্যে চারজন রোগী। অন্যরা রোগীর স্বজন (অ্যাটেনডেন্ট)। অসুস্থদের করোনাভাইরাস পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েনি। দেশে ফেরা সবাই করোনাভাইরাস সংক্রমণকালে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। সম্প্রতি সেখানে সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতফেরতদের দেশে কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে।