kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

১০ মের আগেই বেতন-ভাতা দিন

নিজস্ব প্রতিবেদক   

৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপোশাক শ্রমিকদের এপ্রিল মাসের বেতন ও ঈদ উৎসব ভাতা আগামী ১০ মের আগে পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)। সংগঠনের যুগ্ম সমন্বয়কারী আব্দুল ওয়াহেদ ও কামরুল আহসান গতকাল শুক্রবার এক বিবৃতিতে এই দাবি জানান। মজুরি পরিশোধের পাশাপাশি করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ হলে কমপক্ষে সাত দিনের বিকল্প ছুটি দেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা। বিবৃতিতে স্কপের দুই নেতা দাবি করেছেন, এখনো ৩০ শতাংশের বেশি কারখানায় শ্রমিকদের বোনাস পরিশোধ করা হয়নি, ৭৫ শতাংশ কারখানায় শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়নি। বেশ কিছু কারখানার মালিক ঈদের আগে আদৌ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করবেন কি না সে বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনে সংশয় প্রকাশ করা হয়েছে।  তাঁরা আরো বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য সরকার অতিরিক্ত ছুটি বাতিল করেছে। শ্রমিকরা ঈদের সময় অতিরিক্ত ছুটি পাওয়ার জন্য কারখানাভেদে এপ্রিলের শুরু থেকে সাপ্তাহিক ছুটির দিনে ওভারটাইম ছাড়াই কাজ করে আসছেন। করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শ্রমিকদের পর্যাপ্ত ছুটি নিশ্চিত করতে হবে।সাতদিনের সেরা