kalerkantho

শনিবার । ৫ আষাঢ় ১৪২৮। ১৯ জুন ২০২১। ৭ জিলকদ ১৪৪২

হামলায় সাংবাদিক গুরুতর আহত

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি   

৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক সেকেন্দার আলম (৪২) গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ পূর্বপাড়া নতুন মসজিদসংলগ্ন এলাকায় হামলার ঘটনা ঘটে। সেকেন্দার আলম উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোসলেম শেখের ছেলে। তিনি আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক ‘আমাদের আলফাডাঙ্গা’র সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক ‘ভোরের পাতা’র আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি। পারিবারিক সূত্র জানায়, সেকেন্দার বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে ইফতার শেষে মোটরসাইকেলযোগে পবনবেগ বাজারে যাচ্ছিলেন। পথে তাঁর মোবাইল ফোনে একটি ফোন আসে। তিনি মোটরসাইকেল থামিয়ে ফোনে কথা বলছিলেন। হঠাৎ দুর্বৃত্তের দল এসে হামলা চালিয়ে তাঁকে মারাত্মক আহত করে পালিয়ে যায়।সাতদিনের সেরা