kalerkantho

সোমবার । ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৪ জুন ২০২১। ২ জিলকদ ১৪৪২

সংক্ষিপ্ত

জুমাতুল বিদা পালিত

নিজস্ব প্রতিবেদক   

৮ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্য দিয়ে গতকাল শুক্রবার পালিত হলো জুমাতুল বিদা। দেশের মসজিদগুলোতে জুমার নামাজ শেষে ইমাম ও খতিবরা করোনাভাইরাস রোধে এবং এর সংক্রমণ থেকে মুক্তির জন্য দোয়া করেন। মানুষের জীবন আরো কল্যাণময় হওয়ার প্রত্যাশা করেন। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদেও করোনা থেকে মুক্তিসহ দেশ ও জাতির সুরক্ষায় মোনাজাত করা হয়েছে। রমজান মাসের শেষ জুমাটি ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। এ দিন মসজিদগুলোতে বিশেষ মোনাজাত করা হয়ে থাকে। গতকাল মসজিদগুলোতে জুমার নামাজের আগে খতিবরা জুমাতুল বিদা ও পবিত্র রমজান মাসের তাৎপর্য এবং জাকাত ও ফেতরা দেওয়ার নিয়ম তুলে ধরে বয়ান করেন। বয়ানে আগামী বছর কিভাবে মুসল্লিরা অতিবাহিত করবেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন, সে নির্দেশনা দেন তাঁরা। রাজধানী ও এর বাইরের মসজিদগুলোতে রমজানের শেষ জুমায় বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। ঢাকার অনেক মসজিদেই মুসল্লিদের সারি পাশের সড়কেও ছড়িয়েছে।