kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

করোনায় ইবি অধ্যাপকের মৃত্যু

ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা   

৭ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় ইবি অধ্যাপকের মৃত্যু

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ ফয়সালের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আক্রান্ত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার সকালে জানাজা শেষে নিজ জেলা নোয়াখালীর বেগমগঞ্জে তাঁকে দাফন করা হয়। তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। কর্মজীবনে তিনি বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট, ছাত্র উপদেষ্টা, শিক্ষক সমিতির সহসভাপতিসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি ও বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি করোনায় আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. সাইদুর রহমানের মৃত্যু হয়।