kalerkantho

বৃহস্পতিবার । ১০ আষাঢ় ১৪২৮। ২৪ জুন ২০২১। ১২ জিলকদ ১৪৪২

সরকারিভাবে মজুদ আছে ৯০০ টন অক্সিজেন

নিজস্ব প্রতিবেদক   

৭ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসরকারিভাবে মজুদ আছে ৯০০ টন অক্সিজেন

দেশে বর্তমানে সাধারণ ও কভিড রোগী মিলে দৈনিক অক্সিজেন প্রয়োজন ৭০-৮০ মেট্রিক টন। করোনা সংক্রমণের দ্বিতীয় দ্বিতীয় ঢেউয়ের পিকে সর্বোচ্চ অক্সিজেন চাহিদা ছিল ২১০ টন পর্যন্ত। এই মুহূর্তে দেশে দৈনিক অক্সিজেন উৎপাদনে সক্ষমতা আছে ২২০ থেকে ২৩০ টন। আপৎকালীন সময়ের জন্য সরকারিভাবে এই মুহূর্তে দেশে প্রায় ৯০০ মেট্রিক টন অক্সিজেন মজুদ রাখা আছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক গতকাল বৃহস্পতিবার করোনাবিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের অন্যান্য সরকারি হাসপাতালে আরো ৪৫০ টন অক্সিজেন মজুদ রয়েছে। আগামী মাসে একটি বেসরকারি সংস্থা ৪০ টন অক্সিজেন সরবরাহ করবে। জুলাই মাসে অন্য একটি বেসরকারি সংস্থা আরো ৪০ টন অক্সিজেন সরবরাহ করবে। ফলে দেশে সংক্রমণের তৃতীয় ঢেউয়ের মাত্রা স্বাভাবিক থাকলে তা মোকাবেলা করতে কোনো সমস্যা হবে না। তবে আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণহীন হলে এবং মানুষ অস্বাভাবিকভাবে আক্রান্ত হলে সে ক্ষেত্রেই বড় রকম সমস্যা হতে পারে। সে রকম বিপর্যয় যাতে না হয়, সে জন্য সরকারকে লকডাউনসহ জরুরি কিছু পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে।সাতদিনের সেরা