kalerkantho

মঙ্গলবার । ৮ আষাঢ় ১৪২৮। ২২ জুন ২০২১। ১০ জিলকদ ১৪৪২

লকডাউনের প্রজ্ঞাপন আজ

ঈদের সময় কর্মস্থল ছাড়া যাবে না

নিজস্ব প্রতিবেদক   

৫ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনাভাইরাস প্রতিরোধে চলমান ঢিলেঢালা ‘লকডাউন’ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত আগেই জানিয়েছে সরকার। তবে গতকাল মঙ্গলবার পর্যন্ত এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়নি। আজ বুধবার চলমান লকডাউনের সময়সীমা শেষ হচ্ছে। আজই ঈদ ছুটি পর্যন্ত ঘোষিত লকডাউনের নতুন প্রজ্ঞাপন জারি করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, ঈদের তিন দিনের ছুটিতে সরকারি-বেসরকারি চাকরিজীবী ও শিল্প-কারখানার কর্মীদের কর্মস্থলেই থাকতে হবে। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘লোকজন সারা দেশে চলাফেরা করলে করোনা সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যেতে পারে। ভারতের বিষয়টি আমাদের পর্যবেক্ষণ করতে হচ্ছে। সে জন্য আমরা সতর্ক অবস্থানে আছি। আশা করি, সবাই বিষয়টা বিবেচনায় নিয়ে নিজেদের ঈদ পরিকল্পনা নিজ নিজ জায়গাতেই সীমাবদ্ধ রাখবেন।’

আগামীকাল বৃহস্পতিবার থেকে জেলার মধ্যে গণপরিবহন চালু হতে যাচ্ছে। সরকার মনে করছে, ঈদের ছুটিতে সারা দেশে মানুষ চলাচল করলে করোনাভাইরাস পরিস্থিতির বড় অবনতি হতে পারে। এ কারণে আন্ত জেলা পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত এখন পর্যন্ত বহাল আছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ বা ১৪ মে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ১২ মে শুরু হচ্ছে ঈদের ছুটি। রমজান মাস ২৯ দিনে হলে ঈদ ১৩ মে বৃহস্পতিবার। রোজা ৩০ দিন পূর্ণ হলে ঈদের ছুটি এক দিন বেড়ে দাঁড়াবে ১৫ মে শনিবার পর্যন্ত।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে গত ১৪-২১ এপ্রিল শুধু কলকারখানা খোলা রেখে আট দিনের কঠোর লকডাউন শুরু হয়। এরপর একাধিক দফা লকডাউন বাড়িয়ে ঈদ ছুটি পর্যন্ত টানা হলো। এরই মধ্যে ২৫ এপ্রিল দোকানপাট ও শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

 সাতদিনের সেরা