kalerkantho

মঙ্গলবার । ১০ কার্তিক ১৪২৮। ২৬ অক্টোবর ২০২১। ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

বৃষ্টিতে কমছে গরম

নিজস্ব প্রতিবেদক   

৫ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকয়েক দিনের বৃষ্টির প্রভাবে সারা দেশের তাপমাত্রাই কিছুটা কমছে। গরম কমায় মানুষের মধ্যে কিছুটা স্বস্তির ভাব দেখা গেছে। আজ বুধবারও দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার সংক্ষিপ্তাসারে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে বৃষ্টিপাতের কারণে বেশ কিছু দিন ধরে অসহনীয় গরম কিছুটা কমেছে। সারা দেশেই এক থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমেছে। গতকাল সন্ধ্যা ৬টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ৩০.২, সিলেটে ৩৪.৫, ময়মনসিংহে ৩৫.১, রাজশাহীতে ৩৬.৫, রংপুরে ৩৪.৩, খুলনায় ৩৬.২ ও বরিশালে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস।

 সাতদিনের সেরা