kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

আরো ৬৫ মৃত্যু শনাক্ত ১৭৩৯

নিজস্ব প্রতিবেদক   

৪ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআরো ৬৫ মৃত্যু শনাক্ত ১৭৩৯

দেশে করোনায় আক্রান্ত হয়ে গতকাল সোমবার সকাল থেকে আগের ২৪ ঘণ্টার হিসাবে আরো ৬৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে এক হাজার ৭৩৯ জন। সুস্থ হয়েছে তিন হাজার ৮৩৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে সাত লাখ ৬৩ হাজার ৬৮২ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ছয় লাখ ৯১ হাজার ১৬২ জন, মারা গেছে ১১ হাজার ৬৪৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় শনাক্তের হার নেমেছে ৮.৯৫ শতাংশে। মোট শনাক্তের হার ১৩.৮৪ শতাংশ। সুস্থতার হার ৯০.৫০ শতাংশ এবং মৃত্যুর হার ১.৫২ শতাংশ। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ৬৫ জনের মধ্যে ৪২ জন পুরুষ ও ২৩ জন নারী। যাদের বয়স ১০ বছরের নিচের একজন, ২১-৩০ বছরের দুজন, ৩১-৪০ বছরের তিনজন, ৪১-৫০ বছরের আটজন, ৫১-৬০ বছরের ১৫ জন ও ষাটোর্ধ্ব ৩৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগের ৩২ জন, চট্টগ্রামের ১৭ জন, রাজশাহীর দুজন, খুলনার চারজন, বরিশালের দুজন, সিলেটের ছয়জন ও রংপুরের দুজন।সাতদিনের সেরা