kalerkantho

সোমবার । ১১ শ্রাবণ ১৪২৮। ২৬ জুলাই ২০২১। ১৫ জিলহজ ১৪৪২

সংক্ষিপ্ত

জেলার বাইরে যেতে পারবে না গাড়ি

নিজস্ব প্রতিবেদক   

৪ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজেলার বাইরে যেতে পারবে না গাড়ি

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জেলার গাড়ি জেলার ভেতরেই চলবে। কোনো গাড়ি কোনোভাবেই জেলার সীমানা অতিক্রম করতে পারবে না। আর সিটির গাড়ি থাকতে হবে সিটির ভেতরেই। গতকাল দুপুরে ময়মনসিংহ সড়ক জোন বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে এক সভায় তিনি এসব কথা বলেন। নিজের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এই সভায় অংশগ্রহণ করেন তিনি। মন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে যাওয়া কোনো পরিবহন ঢাকা জেলার বাইরে যেতে পারবে না। পরিবহনগুলোকে অর্ধেক যাত্রী বহন করতে হবে এবং সরকার নির্ধারিত ভাড়া নিতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। পরিবহন শ্রমিক ও যাত্রীদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে; হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং বাধ্যতামূলকভাবে প্রতি ট্রিপের পর গাড়ি জীবাণুমুক্ত করতে হবে।’সাতদিনের সেরা