kalerkantho

শুক্রবার । ৯ আশ্বিন ১৪২৮। ২৪ সেপ্টেম্বর ২০২১। ১৬ সফর ১৪৪৩

মে দিবসে শ্রমিকদের মাঝে ইফতারসামগ্রী

নারায়ণগঞ্জ ও ধামরাই (ঢাকা) প্রতিনিধি   

৩ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমে দিবসে শ্রমিকদের মাঝে ইফতারসামগ্রী

মে দিবস উপলক্ষে দুস্থ, অসহায় ও করোনায় বেকার হয়ে পড়া শ্রমিকদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ। গত শনিবার নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় এই ইফতারসামগ্রী বিতরণ করা হয়।

এর মধ্যে শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলগেট এলাকায় ২০০ শ্রমিকের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করে নারায়ণগঞ্জ শুভসংঘ। ইফতারসামগ্রী পেয়ে বেকার শ্রমিক ও তাঁদের পরিবারের মধ্যে স্বস্তির হাসি ফুটে ওঠে। নারায়ণগঞ্জ শুভসংঘের এই কর্মসূচিতে সহযোগিতা করে ‘প্রজেক্ট এক টাকায় খাবার’ নামের একটি সংগঠন।

অন্যদিকে একই দিন শুভসংঘ ঢাকার ধামরাই শাখার উদ্যোগে ঢুলিভিটা বাসস্ট্যান্ডে ৫০ জন ভ্যান-রিকশা-লেগুনাচালক ও শ্রমিকদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। ইফতারসামগ্রী বিতরণ শেষে শুভসংঘের বন্ধুরা মিলে ইফতার করার পাশাপাশি পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করেন।সাতদিনের সেরা