kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

আনসার আল ইসলামের দুই সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক   

১ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর পল্লবী ও মানিকগঞ্জের শিবালয় এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের সক্রিয় দুই সদস্যকে আটক করেছেন র‌্যাব-৪-এর সদস্যরা। পৃথক দুটি অভিযানে গতকাল শুক্রবার তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সজিব হোসেন খান (২২) ও আব্দুল্লাহ জায়েদ (১৯)।

র‌্যাব-৪-এর অপারেশন অফিসার এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী জানান, গত ১৯ এপ্রিল গ্রেপ্তার হওয়া আনসার আল-ইসলামের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এই দুই সদস্যকে গ্রেপ্তার করা হলো।সাতদিনের সেরা