kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

‘আলেমদের দ্বারা অপকর্ম ধর্মের জন্য শুভকর নয়’

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

১ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘আলেমদের দ্বারা অপকর্ম ধর্মের জন্য শুভকর নয়’

আলেমদের দ্বারা কোনো অপকর্ম হলে সেটা শুধু ইসলাম ধর্ম নয়, কোনো ধর্মের জন্যই শুভকর নয় বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের সপ্তম মৃত্যুবার্ষিকীতে গতকাল শুক্রবার নগরীর পৌর কবরস্থানে তাঁর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শামীম ওসমান এ মন্তব্য করেন। হেফাজতে ইসলামের বিতর্কিত নেতা মামুনুল হকসহ দলটির সাম্প্র্রতিক বিভিন্ন কার্যকলাপের ব্যাপারে শামীম ওসমান বলেন, ‘আলেমদের দ্বারা কোনো অপকর্ম হলে সেটা শুধু ইসলাম ধর্ম নয়, কোনো ধর্মের জন্যই শুভকর নয়। তবে একজন আলেমের অপরাধের জন্য পুরো আলেমসমাজকেও খারাপ বলা যাবে না।’ এর আগে পৌর কবরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করে বড় ভাই নাসিম ওসমান স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন শামীম ওসমান।সাতদিনের সেরা