kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

সিলেটে হেফাজত নেতা গ্রেপ্তার

সিলেট অফিস   

১ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে হেফাজতে ইসলামের নেতা মুফতি মাওলানা মাসউদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জকিগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের সদ্যোবিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম মাদরাসার নায়েবে মুহতমিম (ভাইস প্রিন্সিপাল) ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতা। গতকাল ভোরে উপজেলার কচুয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

হেফাজতে ইসলামের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে গত ১৯ এপ্রিল রাতে জকিগঞ্জের মাইজগ্রাম জামে মসজিদ থেকে একটি মিছিল বের করা হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে লকডাউন চলাকালে বিক্ষোভ মিছিল করায় তখন আটজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পরদিন ২০ এপ্রিল জকিগঞ্জ থানায় ১৯ জনের নাম উল্লেখসহ বিএনপি, জামায়াত, শিবির ও হেফাজতে ইসলামের প্রায় ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতপরিচয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। এই মামলায় মাসউদকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।