kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

ট্রাক উল্টে ২ ভাইসহ নিহত ৩

বিভিন্ন স্থানে সড়কে শিশুসহ নিহত আরো ৩

কালের কণ্ঠ ডেস্ক   

১ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরংপুরের মিঠাপুকুরে ট্রাক উল্টে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে। বাগেরহাট থেকে ছেড়ে আসা পেঁয়াজবোঝাই একটি ট্রাক রংপুরের মিঠাপুকুর টিঅ্যান্ডটি অফিসের সামনে এস পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে ট্রাকে থাকা ১২ জনের মধ্যে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরদিন হাসপাতালে আরো দুজনের মৃত্যু হয়। বাকিরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে। অন্যদিকে গতকাল শুক্রবার দেশে আরো তিন জেলায় সড়কে নিহত হয়েছে আরো তিনজন। বিস্তারিত কালের কণ্ঠ’র স্থানীয় প্রতিনিধিদের খবরে—

রংপুর : গত বৃহস্পতিবার এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় নিহত দুই ভাই হলেন রফিকুল ইসলাম (৩০) ও শফিকুল ইসলাম (৩২)। তাঁরা লালমনিরহাট সদরের চিনাতলী গ্রামের মীর বকসের ছেলে। নিহত অন্যজন হলেন একই গ্রামের শহীদ আলী (৩০)। বাকি ৯ জন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। এদের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে।

চট্টগ্রাম : নগরের চান্দগাঁও থানার কাপ্তাই এলাকায় বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে অটোরিকশাযাত্রী জিহাতুর ইসলাম নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন লায়লা বেগম (৬০) নামে আরেক বৃদ্ধা। জিহাতুর রাঙ্গুনিয়া উপজেলার কোদালা চা-বাগান এক নম্বর ওয়ার্ডের আনোয়ার ইসলামের ছেলে।

ফরিদপুর : গতকাল সকাল ১১টার দিকে ফরিদপুরের ধুলদী বাজার এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় আপন পাল নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে। আপন ফরিদপুরের সঙ থিয়েটারের সভাপতি ও বেসরকারি সংস্থা এসডিসির সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়ক প্রসেনজিৎ পালের ছোট ছেলে।

বগুড়া : গতকাল শুক্রবার ট্রাকের চাপায় বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে মো. সোহরাব হোসেন (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের দুবলাগাড়ী এলাকার সামছুল হকের ছেলে।সাতদিনের সেরা