kalerkantho

শনিবার । ৩১ আশ্বিন ১৪২৮। ১৬ অক্টোবর ২০২১। ৮ রবিউল আউয়াল ১৪৪৩

শ্রমিক হত্যার প্রতিবাদে চীনা দূতাবাসে চিঠি

নিজস্ব প্রতিবেদক   

১ মে, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্রে সাত শ্রমিক নিহত হওয়ার বিষয়ে ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিংকে চিঠি দিয়েছেন কয়েকজন বিশিষ্ট নাগরিক। চিঠিতে শ্রমিকদের হত্যা ও আহত করার তথ্য তুলে ধরা হয়েছে। এ ছাড়া তাদের দাবির ন্যায্যতা ও তাদের বেতনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া গত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ১৭ এপ্রিল চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্রে কর্মরত শ্রমিকদের ওপর গুলি চালিয়ে সাতজন শ্রমিক হত্যার প্রতিবাদে নাগরিক সমাজের পক্ষ থেকে বাংলাদেশে অবস্থিত চীনা রাষ্ট্রদূতকে একটি প্রতিবাদলিপি ই-মেইল এবং ফ্যাক্সের মাধ্যমে পাঠানো হয়েছে। এই প্রতিবাদলিপির একটি কপি আগামীকাল রবিবার ডাকযোগেও পাঠানো হবে।সাতদিনের সেরা