kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

ডা. শাহাদাতের রিমান্ড আবেদন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করেছেন চট্টগ্রাম মহানগর হাকিম আদালত। গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম শফি উদ্দিনের ভার্চুয়াল আদালত রিমান্ড আবেদন শুনানির পর তা নামঞ্জুর করেন। ডা. শাহাদাতের আইনজীবী এনামুল হক জানান, শাহাদাত হোসেনকে কোতোয়ালী থানার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন জমা দিয়েছিল পুলিশ। ভাচুর্য়াল শুনানির পর আদালত আবেদন নামঞ্জুর করেন। গত ২৯ মার্চ বিকেলে কাজির দেউরী এলাকায় বিএনপির দলীয় কার্যালয় নাছিমন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। ওইদিন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপির নেতা-কর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মহানগর বিএনপি ও যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় ৫৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় ডা. শাহাদাতকে গ্রেপ্তার দেখানোর পর রিমান্ড আবেদন জমা দেওয়া হয়।সাতদিনের সেরা