kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

হেফাজত-খেলাফত নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসন্ত্রাস ও নৈরাজ্য সৃৃষ্টির অভিযোগ তুলে হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিস নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান ইসলামী ফ্রন্টের নেতারা। তাঁদের কথা, নৈতিক স্খলন ও জঙ্গিবাদী কর্মকাণ্ডে যুক্ত হেফাজতকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। তাদের কমিটি বিলুপ্তি বা নতুন কমিটি গঠন করার মধ্য দিয়ে এর আগে সংঘটিত জঙ্গিবাদী অপরাধকে মার্জনা করে না। ইসলামী ফ্রন্টের নেতারা বলছেন, সম্প্রতি পুলিশ প্রশাসনের প্রেস ব্রিফিংয়ে রাজনৈতিক দল খেলাফত মজলিসের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সম্পৃক্ততার কথা উঠে এসেছে। এ তথ্য যদি সত্য হয়, তবে খেলাফত মজলিসের নিবন্ধন বাতিলসহ জঙ্গি সম্পৃক্ততার কারণে এই দলটিকে নিষিদ্ধও করতে হবে। ইসলামের নামে নৈরাজ্যের প্রতিবাদ ও বাংলাদেশে রাজনৈতিক-ধর্মীয় ক্ষেত্রে চলমান অস্থিরতা নিরসনকল্পে সাতটি দাবিসংবলিত প্রস্তাব উপস্থাপনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।সাতদিনের সেরা