kalerkantho

শনিবার । ১০ আশ্বিন ১৪২৮। ২৫ সেপ্টেম্বর ২০২১। ১৭ সফর ১৪৪৩

‘দুর্নীতির ফলে মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে না’

নিজস্ব প্রতিবেদক   

৩০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, স্বাস্থ্য খাতে সমন্বয়হীনতা এবং সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে হবে। করোনা রোগীদের চিহ্নিত করতে প্রতিদিন গণহারে করোনা পরীক্ষা করাতে হবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। বাম জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে বাসদ নেতা খালেকুজ্জামান লিপনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুলাহ কাফি রতন, বাসদ (মার্কসবাদী) নেতা মানস নন্দী, ইউসিএলবি নেতা নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক। সমাবেশে নেতারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তেই বেরিয়েছে সরকারি ৯ হাসপাতালে ৩৭৫ কোটি টাকার দুর্নীতি হয়েছে।সাতদিনের সেরা