kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

মতিঝিলে ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

২৬ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকার একটি সাততলা ভবনের ছাদ থেকে পড়ে মাকসুদুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মাকসুদুরের ছেলে মাসুম বিল্লাহ জানান, তাঁদের বাড়ি চট্টগ্রামের সন্দীপে। তাঁরা ফকিরাপুলের ১৭৫ নম্বর বাসার ছয়তলায় ভাড়া থাকেন। গত পাঁচ মাস ধরে বাবা মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও দুইবার বাসা থেকে একা বের হয়ে যান তিনি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাঁকে পাওয়া যায়। তাঁর চিকিৎসাও চলছিল। কিন্তু গতকাল সকালে কাউকে কিছু না বলে মাকসুদুর বাসার ছাদে যান। পরে জানা যায় ছাদ থেকে তিনি পড়ে গেছেন।