kalerkantho

শুক্রবার । ৪ আষাঢ় ১৪২৮। ১৮ জুন ২০২১। ৬ জিলকদ ১৪৪২

চিকিৎসকের সঙ্গে বিতণ্ডায় জড়ানো ম্যাজিস্ট্রেট বদলি

নিজস্ব প্রতিবেদক   

২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচিকিৎসকের সঙ্গে বিতণ্ডায় জড়ানো ম্যাজিস্ট্রেট বদলি

রাজধানীর এলিফ্যান্ট রোডে চিকিৎসক সাঈদা শওকত জেনির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানো ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. মামুনুর রশীদকে বরিশাল বিভাগে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব শেখ ইউসুফ হারুন।

বদলির কারণ হিসেবে অবশ্য শেখ ইউসুফ দাবি করেছেন, কোনো বিশেষ কারণে নয়, স্বাভাবিক প্রক্রিয়াতেই তাঁকে বদলি করা হয়েছে। তাঁর বদলির বিষয়টি আগে থেকেই প্রক্রিয়াধীন ছিল।

করোনা মোকাবেলায় সরকারের বিধি-নিষেধ তদারকির অংশ হিসেবে গত ১৮ এপ্রিল এলিফ্যান্ট রোডে দায়িত্ব পালন করছিলেন শেখ মামুনুর রশীদ। তাঁর সঙ্গে ছিলেন নিউ মার্কেট থানার ওসি এস এ কাইয়ুম। এ দুজনের সঙ্গে ডা. সাঈদা শওকত জেনির বাগবিতণ্ডা হয়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক। তাঁদের বিতণ্ডার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।সাতদিনের সেরা