kalerkantho

সোমবার । ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৪ জুন ২০২১। ২ জিলকদ ১৪৪২

গণফোরামের বিবৃতি

করোনায় ১০ কোটি টাকা প্রণোদনা তামাশা

নিজস্ব প্রতিবেদক   

২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগণফোরামের একাংশের নেতারা বলেছেন, করোনা মহামারিতে পুরো বিশ্ব স্থবির হয়ে পড়েছে। উন্নত বিশ্বের দেশগুলো করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে। সেখানে সরকার করোনার মধ্যে মানুষকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার গণফোরামের সিনিয়র তিন নেতা মোস্তফা মহসিন মন্টু, অধ্যাপক আবু সাইয়িদ এবং অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন। করোনায় সরকারঘোষিত ১০ কোটি টাকা প্রণোদনার সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, লকডাউনে নিম্নবিত্ত মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে সরকার। এ অবস্থায় ১০ কোটি টাকা প্রণোদনা দেওয়া তামাশার শামিল। কারণ এ দেশের বহুসংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে।