kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

ইসলামী আন্দোলনের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক   

২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ শাখা গতকাল বৃহস্পতিবার রাজধানীর বায়তুল মোকারর দক্ষিণ গেট, উত্তর গেট ও স্টেডিয়াম এলাকায় ছিন্নমূল ও ভাসমান মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করে।

সংগঠনটির সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, ‘কল্যাণকামিতাই ইসলামের অন্যতম বৈশিষ্ট্য। অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে ইসলাম নিবেদিত।’ এ সময় মহামারিতে বিপর্যস্ত জনগণের পাশে সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় ঢাকা দক্ষিণের সহসভাপতি আলহাজ আনোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ ইউনুস তালুকদার ও আলহাজ আবু তাহের উপস্থিত ছিলেন।