kalerkantho

রবিবার । ৬ আষাঢ় ১৪২৮। ২০ জুন ২০২১। ৮ জিলকদ ১৪৪২

খসরুর আসন শূন্য ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   

২৩ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুমিল্লা-৫ আসনের চলতি সংসদের সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সই করা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল মতিন খসরু গত ১৪ এপ্রিল রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলেও তিনি হৃদরোগে আক্রান্ত হন।

খসরু গত মাসে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হন।