kalerkantho

বুধবার । ৫ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৯ মে ২০২১। ৬ শাওয়াল ১৪৪

সালথার সহিংসতায় আসামি চরভদ্রাসনের আ. লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২২ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরের সালথার সহিংসতার ঘটনায় চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের এক নেতাকেও আসামি করা হয়েছে। মো. ফয়সাল হাসান নামের ওই নেতার বিরুদ্ধে ফেসবুকে সংবাদ শেয়ার করে সহিংসতা ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। তিনি উপজেলা আ. লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক।

সালথার ঘটনায় করা ছয়টি মামলায় এজাহারভুক্ত আসামি ৩২০ জন। এর মধ্যে ৩১৯ জনই সালথা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। একমাত্র ফয়সাল হাসান চরভদ্রাসনের বাসিন্দা। তাঁর বাড়ি উপজেলার সুলতানপুর গ্রামে।

ফয়সালকে আসামি করার বিষয়ে সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামণি জানান, ফয়সাল হাসান নিজের ফেসবুক আইডিতে একটি উসকানিমূলক লেখা পোস্ট করেন। সেই পোস্ট অনেকে শেয়ার করেন। সহিংসতা সৃষ্টিতে

ভূমিকা রাখছে মনে হওয়ায় তাঁকে পোস্টটি মুছে ফেলতে বলা হয়। ফয়সাল বলেন, ‘ওই পোস্টের নিচে তথ্য সূত্র ছিল। এসি ল্যান্ড তাঁকে ফোন করে পোস্টটি মুছে ফেলতে বললে আমি সঙ্গে সঙ্গে পোস্টটি ডিলিট করি।’

এ বিষয়ে সালথা থানার ওসি মো. আশিকুজ্জামান বলেন, এজাহারে নাম থাকলেই কেউ আসামি হয়ে যায় না। তদন্ত করেই অভিযোগপত্র জমা দেওয়া হবে।সাতদিনের সেরা