kalerkantho

শুক্রবার । ১১ আষাঢ় ১৪২৮। ২৫ জুন ২০২১। ১৩ জিলকদ ১৪৪২

যুবলীগ নেতা পরিচয়ে চাঁদাবাজি আটক ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে যুবলীগ নেতা পরিচয় দিয়ে ঠিকাদারের কাছে চাঁদা নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ছয় ব্যক্তি। গতকাল সোমবার চট্টগ্রামের আগ্রাবাদ বিদ্যুৎ ভবন থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শাহানুর শাহিন (৫৩), মো. ইকবাল (৪৭), নুরুল কবির (৪৫), মো. তৌহিদুল আলম (৪০), মো. ওসমান গনি দুলু (৪৫) ও মো. নুরুল আফছার টিপু (৪৫)।

জানা গেছে, কয়েক দিন ধরে আটক ব্যক্তিরা নিজেদের যুবলীগের নেতা দাবি করে ঠিকাদার মো. বশির উদ্দিনের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে ধরে নিয়ে মারধর করবেন বলে তাঁকে ভয় দেখানো হয়। গতকাল বশিরের কাছে তাঁরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, কয়েক দিন ধরে বশির উদ্দিনের কাছে চাঁদা দাবি করে আসছিলেন আটক ব্যক্তিরা। গতকাল দুপুরে আবারও চাঁদার দাবিতে আগ্রাবাদ বিদ্যুৎ ভবনের ষষ্ঠ তলায় গেলে তাঁদের হাতেনাতে আটক করা হয়।