kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

ছোট ভাইয়ের কোপে নিহত বড় ভাই

লোহাগড়া (নড়াইল), বোয়ালখালী (চট্টগ্রাম) ও হাওরাঞ্চল প্রতিনিধি   

২০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনড়াইলের লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই জসিমের ধারালো অস্ত্রের কোপে নিহত হয়েছেন বড় ভাই মাগুরা থানায় কর্মরত এসআই মো. সালাউদ্দিন (৪৭)। গতকাল সোমবার উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসী গ্রামে এই ঘটনা ঘটে। নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে চট্টগ্রামের বোয়ালখালীতে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে ইছমত আলী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বোয়ালখালী পৌরসভার তাজুর মুল্লুকের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ইছমত আলী একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার ওসি আবদুল করিম।

তা ছাড়া সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামতকাজে গঠিত প্রকল্পের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে প্রতিপক্ষের ধাওয়ায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে আব্দুর রহিম (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল সকালে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সোনামড়ল হাওরে এই ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম একই ইউনিয়নের মফিজনগর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে। তবে নিহত আব্দুর রহিমের পক্ষের লোকজনের দাবি, প্রতিপক্ষ মহেষপুর গ্রামের আনোয়ার হোসেন ও তাঁর লোকজনের মারধরের কারণেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে।সাতদিনের সেরা