kalerkantho

শুক্রবার। ৩১ বৈশাখ ১৪২৮। ১৪ মে ২০২১। ০২ শাওয়াল ১৪৪২

দ্বিতীয় ডোজ টিকা নিলেন ১৩ লাখ ৬৬ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক   

১৯ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১০ দিনে দেশে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৩ লাখ ৬৬ হাজার ৬০৯ জন। এর মধ্যে গতকাল রবিবার এক দিনে নিয়েছেন দুই লাখ ১৪ হাজার ৮৪২ জন। এর আগে প্রথম ডোজ নিয়েছেন ৫৭ লাখ ১৪ হাজার ৯০ জন। গতকাল এক দিনে প্রথম ডোজ নিয়েছেন ১৫ হাজার ৪৮ জন। অন্যদিকে টিকার মোট নিবন্ধন করেছেন ৭১ লাখ ১৯ হাজার একজন। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা সূত্র থেকে এ তথ্য জানানো হয়েছে।

ওই তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজ মিলে টিকা দেওয়া হয়েছে ৭০ লাখ ৮০ হাজার ৬৯৯ ডোজ।